মালয়েশিয়ান রিত্রুটিং প্রক্রিয়া
প্রশ্ন এবং উত্তর
মাইগ্রামস কি ?
মাইগ্রামস হলো মালয়েশিয়া ওয়ার্কিং ভিসার প্রথম ধাপ, যার মাধ্যমে একজন ওয়ার্কার এর সকল তথ্য মালয়েশিয়ান ডাটা সার্ভার এ রেজিস্ট্রেশন করা হয়ে থাকে। এর পরে একজন ওয়ার্কার মেডিকেল টেস্ট করার জন্যে অনুমতি পায়। মাইগ্রামস করার ১ থেকে ৩ কার্যদিবস এর মধ্যে মেডিকেল করতে হবে
BMET কি ?
বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান। অভিবাসী কর্মীদের অধিকতর কল্যাণ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এর জন্যে BMET করতে হয়
মেডিক্যাল টেস্ট এর আগে করণীয় ?
মেডিকেল করার পূর্বে অবশ্যই আপনাকে পরিপূর্ণ ভাবে সুস্থ থাকতে হবে। মনে রাখবেন আপনি একবার মেডিকেল এ আনফিট হয়ে গেলে ৩ মাস পরে আপনাকে পুনরায় মাইগ্রামস করে মেডিকেল করতে হবে। এইজন্য পরিপূর্ণ সুস্থ হয়ে মেডিকাল করতে হবে। আপনি ধূমপায়ী হয়ে থাকলে মেডিকেল টেস্ট করার ১৫ দিন পূর্বেই আপনাকে ধূমপান বন্ধ করতে হবে। আর অবশ্যই বেশি বেশি পানি ও তরতাজা সবজি ফলমূল খাওয়ার চেষ্টা করবেন
মেডিকেল টেস্ট এর জন্যে যেসব ডকুমেন্ট প্রয়োজন
মেডিকেল টেস্ট করানোর জন্যে অবস্যই আপনাকে করোনা টিকার সার্টিফিকেটে পাসপোর্ট এর সাথে জমা দিতে হবে , অবস্যই BMET পেপার পাসপোর্ট এর সাথে জমা দিতে হবে। সাদা কালার ব্যাকগ্রাউন্ড সম্বলিত পাসপোর্ট সাইজের ১০ কপি ছবি পাসপোর্ট এর সাথেই জমা দিতে হবে। সকল ডকুমেন্ট না থাকলে ঐদিন আপনাকে মেডিকেল টেস্ট করানো হবেনা।
কলিং পেপার পেতে কতদিন সময় লাগে?
কলিং পেপার মেডিকেল করার ৩ থেকে ১৫ কর্মদিবস এর মধ্যে কলিং পেপার পাওয়া যেতে পারে।
মেডিকেল রিপোর্ট পেতে কতদিন লাগে ?
মেডিকেল করার ৫-১০ কর্মদিবস এর মধ্যে মেডিকেল রিপোর্ট পাওয়া যায়।
ই ভিসা পেতে কতদিন লাগে ?
ই ভিসা এমন এক প্রক্রিয়া যা মালয়েশিয়া গভার্মেন্ট থেকে সকল তত্থ যাচাই হয়ে আসে ,সেক্ষেত্রে কলিং পেপার আসার ৩ থেকে ১৫ কর্মদিবস এর মধ্যে ই ভিসা পাওয়া যেতে পারে।